ঢাকা নবাবগঞ্জ উপজেলায় জিনিয়া গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয় নামে এক কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার সকালে উপজেলার রামপুর বাজারের লিটন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
মার্কেটের ওষুধ ব্যবসায়ী কমলেশ রায় বাপ্পা জানান, সিসিটিভি ফুটেজে প্রথম সকাল ৮টায় আগুনের ধোঁয়া দেখা যায়। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে সকালেই আগুনের সূত্রপাত হয়েছিল।
নবাবগঞ্জ বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহাবুর রহমান জানান, ওই দোকানে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির মালিক মোছা. পায়েল আলম জানান, দোকানের মোট ১৫ লাখ টাকার মালামালের সবটুকুই পুড়ে গেছে।