Ajker Patrika

অধ্যাপক আরেফিন সিদ্দিককে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

ঢাবি সংবাদদাতা
ঢাবির উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান সাবেক উপাচার্যকে হাসপাতালে দেখতে যান। ছবি: আজকের পত্রিকা
ঢাবির উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান সাবেক উপাচার্যকে হাসপাতালে দেখতে যান। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে হাসপাতালে দেখতে যান। আজ শুক্রবার (৭ মার্চ) রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সাবেক এ উপাচার্যকে তিনি দেখতে যান।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

এ সময় তিনি সাবেক উপাচার্যের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ঢাকা ক্লাবে অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক হঠাৎ মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিউতে ভর্তি করেন তাঁর স্বজনেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত