Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে ট্রাফিক পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে ট্রাফিক পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা 

রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে অটোরিকশাচালকেরা (ব্যাটারিচালিত রিকশা) হামলা চালিয়েছেন। এতে মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। হামলার ঘটনায় পল্লবী থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মিরপুর ট্রাফিক ডিভিশনের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন।

মিরপুর ও পল্লবী ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সড়কে নিষিদ্ধ। সে জন্য নিয়মিত অভিযানে দুটি অটোরিকশা জব্দ করা হয়। এরপর কতিপয় অটোরিকশাচালক একত্রিত হয়ে এই হামলা করেন।

ট্রাফিক ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় হামলায় আহত হওয়া কনস্টেবলের নাম মিজানুর রহমান। সকালে পল্লবীর কালশী এলাকার মূল সড়ক থেকে দুটি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনার পর অটোরিকশাচালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালান। এ সময় তাঁরা ভ্যান ও রিকশায় ইটপাটকেল নিয়ে আসেন।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রিকশাচালকদের সঙ্গবদ্ধ হামলায় সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া আমাদের এক সহকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলার ঘটনায় আহত কনস্টেবলের মেডিকেল রিপোর্ট পেলে আমরা মামলা করব।’

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি পল্লবী জোনের সহকারী কমিশনার (অপরাধ) আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনা সত্য। আমরা অভিযোগ পেয়েছি। হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মামলা হলে তাঁদের গ্রেপ্তার করা হবে।’

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে