Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সহিংসতায় আহত আরও তিনজন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সহিংসতায় আহত আরও তিনজন মারা গেছেন

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় আহত আরও তিনজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। তিনজনই গুলিবিদ্ধ ছিলেন।

জানা গেছে, তিনজনের মধ্যে একজন জামান মিয়া (১৭)। তিনি নরসিংদীর শেখেরচর এলাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ২১ জুলাই দুপুরে অফিসে যাওয়ার পথে তিনি গুলিবিদ্ধ হন। গতকাল ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জামান মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইলের দেউলডাংরা এলাকায়। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ছয় ভাইবোনের মধ্যে জামান চতুর্থ।

রাজধানীর রায়েরবাগে একটি টেইলার্সে কাজ করতেন জাকির হোসেন (২৯)। ১৯ জুলাই রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পথচারীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে তাঁর স্বজনেরা হাসপাতালে আসেন। 

জাকিরের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার নলখোলা গ্রামে। তিনি ওই গ্রামের আ. মান্নানের ছেলে। বিবাহিত জাকিরের একটি মেয়ে রয়েছে।

রামপুরা ডিআইটি রোডে ১৯ জুলাই মাথায় গুলিবিদ্ধ হন সোহেল রানা (২০)। ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানান রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মানিক সাহা।

সোহেলের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলায়। তিনি রাজধানীর রামপুরা এলাকায় থাকতেন। তিনি পেশায় একজন গাড়িচালক।

সহিংসতার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বৃহস্পতিবার পর্যন্ত ৮৯টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার ২টি মরদেহের ময়নাতদন্ত হয়। এ ছাড়া ৮টি মরদেহের পরিচয় না পাওয়ায় গত বুধবার আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান