টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সালিস বৈঠকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসী সংঘর্ষে জড়িয়েছেন। এতে বিএনপির নেতা-কর্মীসহ ১৫ জন আহত হন।
আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শোলাকুড়া বাজারে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ সময় ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় তারেক আহমেদ নামের স্থানীয় এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করেন হামলাকারীরা।
জানা গেছে, গত শুক্রবার বাংড়া ইউনিয়নের ‘পীরসাব’ বাড়িতে একই ইউনিয়নের মুলিয়া এবং সাকরাইল গ্রামের লোকজনদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার দুপুরে মুলিয়া গ্রামে সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিসে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ বিরোধ মিটিয়ে দেওয়ার দায়িত্ব দেন।
বৈঠক চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ওই বিএনপির নেতা গুরুতর আহত হন। আহত হওয়ার খবর তাঁর নিজ গ্রাম সহদেবপুর পৌঁছালে তাঁর অনুসারীরা এসে ওই সংঘর্ষে লিপ্ত হন। পরে সেটি ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। এ সময় অন্তত ১৫ জন আহত হন। শোলাকুড়া বাজারে হামলা চালিয়ে ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং দোকানগুলোতে লুটপাট চালানো হয়।
খবর পেয়ে কালিহাতী থানা-পুলিশ, পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, তিনটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সালিস বৈঠকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসী সংঘর্ষে জড়িয়েছেন। এতে বিএনপির নেতা-কর্মীসহ ১৫ জন আহত হন।
আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শোলাকুড়া বাজারে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ সময় ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় তারেক আহমেদ নামের স্থানীয় এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করেন হামলাকারীরা।
জানা গেছে, গত শুক্রবার বাংড়া ইউনিয়নের ‘পীরসাব’ বাড়িতে একই ইউনিয়নের মুলিয়া এবং সাকরাইল গ্রামের লোকজনদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার দুপুরে মুলিয়া গ্রামে সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিসে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ বিরোধ মিটিয়ে দেওয়ার দায়িত্ব দেন।
বৈঠক চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ওই বিএনপির নেতা গুরুতর আহত হন। আহত হওয়ার খবর তাঁর নিজ গ্রাম সহদেবপুর পৌঁছালে তাঁর অনুসারীরা এসে ওই সংঘর্ষে লিপ্ত হন। পরে সেটি ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। এ সময় অন্তত ১৫ জন আহত হন। শোলাকুড়া বাজারে হামলা চালিয়ে ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং দোকানগুলোতে লুটপাট চালানো হয়।
খবর পেয়ে কালিহাতী থানা-পুলিশ, পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, তিনটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
ঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র্যাব-১১
২ মিনিট আগেশ্রীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার আলী হায়দার রতনকে (৫০) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিনুর রহমান মিলনের আদালত এ আদেশ দেন।
১৫ মিনিট আগেকক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে অপহৃত সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় যুবককে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৪ দফা দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর পরপরই ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে ফাঁস হওয়া শিক্ষক-কর্মকর্তাদের আওয়ামী লীগ রক্ষার গোপন সভার ভিডিও প্রদর্শন করা হয়। অনলাইনে সভাটি হয়েছিল গত বছরের ৪ আগস্ট। এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক ড. মো. ম
২৯ মিনিট আগে