Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, আরও পাঁচজন কারাগারে

অনলাইন ডেস্ক

সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, আরও পাঁচজন কারাগারে
ফাইল ছবি

রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ নম্বর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আরও পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন মাহফুজ মিয়া, আমিনুল, আলমগীর, রেশমা ও রাসেল। তারা সবাই পোশাক শ্রমিক।

বিকেলে তাদের আদালতে হাজির করে ভাষানটেক ও কাফরুল থানা-পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা সংশ্লিষ্ট দুই তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। এ ঘটনায় ভাষানটেক থানায় ও কাফরুল থানায় দুটি মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয় দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ঘটনার পর থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। অভিযান পরিচালনা করে গতকাল শনিবার মাহফুজ মিয়া ও আমিনুলকে কাফরুল থানার মামলায় এবং আলমগীর, রেশমা ও রাসেলকে ভাষানটেক থানার মামলায় গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার ভাষানটেক থানায় মামলায় গ্রেপ্তার করে তিন আসামিকে কারাগারে পাঠানো হয়।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক