Ajker Patrika

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ০২ মার্চ ২০২৫, ২০: ১৫
শ্রীপুরে সোয়েটার কারখানায় শ্রমিক কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা
শ্রীপুরে সোয়েটার কারখানায় শ্রমিক কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে এসকিউ গ্রুপের সোয়েটার কারখানার নিটিং সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার কারখানার গেটে বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার থেকে ১৩ দফা দাবিতে কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন।

কারখানার মানবসম্পদ বিভাগের প্রধান জয়নাল আবেদীন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব কারখানায় কিছু দুষ্ট শ্রমিক থাকে। যারা ঈদের আগে এসব ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলন করে। স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানার নিটিং সেকশন বন্ধ ঘোষণা করা হয়েছে।

দাবিগুলো হলো দুপুরের (লাঞ্চ) বিরতি ১ ঘণ্টা দিতে হবে, যোগ্যতার ভিত্তিতে ৮০ শতাংশ শ্রমিককে সিনিয়র অপারেটর হিসেবে পদোন্নতি দিতে হবে, রাতে খাবারের পরিবর্তে নগদ টাকা দিতে হবে, সপ্তাহে দুদিন ছুটি দিতে হবে, শতভাগ কোয়ালিটি ও প্রোডাকশন বোনাস দিতে হবে, উইন্ডিং মেশিন ডাবল করতে হবে, লুপ মেশিন দিতে হবে, টেকনিক্যাল সমস্যার সমাধান করতে হবে, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্ল্যানিং দিতে হবে, টাইমিং ঠিক করতে হবে, কোয়ালিটি ইনসেনটিভ, মেন্ডিং মেন ইনসেনটিভ, উইন্ডিং ইনসেনটিভ দিতে হবে, আধা বেলা ছুটি চলবে না, দুর্নীতিবাজ কর্মকর্তা শাহরিয়াত হোসেন, জয়নাল আবেদীন ও মনিরুজ্জামান সুমনকে অপসারণ করতে হবে।

শ্রমিকেরা জানান, গত বৃহস্পতিবার ১৩ দফা দাবিতে তাঁরা সকাল থেকে সেকশনে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন। পরে দাবিগুলো তাঁরা লিখিতভাবে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। বিকেল ৪টার দিকে কারখানার নিটিং সেকশন ছুটি ঘোষণা করা হয়।

শ্রীপুরে সোয়েটার কারখানায় শ্রমিক কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা
শ্রীপুরে সোয়েটার কারখানায় শ্রমিক কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা

শনিবার (১ মার্চ) শ্রমিকেরা কারখানায় ঢোকার আগে বাইরে দুই প্লাটুন পুলিশ দেখতে পান। পরে তাঁরা শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন। কর্তৃপক্ষ তাঁদের হেড অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানোর মিথ্যা আশ্বাস দিয়ে দুপুর পর্যন্ত বসিয়ে রাখা হয়। পরে আমাদের ওই দিনের জন্য ছুটি দেওয়া হয়। বিকেলে কারখানা গেটে দেখি, দাবি পূরণ না করে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য নিটিং সেকশন বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়েছে।

তাঁরা আরও বলেন, ‘আমাদের দাবি পূরণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগদান করব না। আমরা শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করে যাব। কারখানার ম্যানেজমেন্টের কতিপয় কর্মকর্তা শ্রমিকদের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমরা কাজ করে বেতন নেই, এখানে চুরি করতে আসি নাই। মাথার ঘাম পায়ে ফেলে আমরা কাজ করছি। দুর্নীতিবাজ কর্মকর্তারা কারখানার শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে কারখানার পরিবেশ নষ্ট করছেন।

এসকিউ গ্রুপের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাহরিয়াত হোসেন বলেন, শ্রমিকেরা আগের নোটিশ ছাড়াই অযৌক্তিক ও উদ্দেশ্যমূলকভাবে কাজ বন্ধ করেন, যা বেআইনি ধর্মঘটের শামিল। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) মতে, রোববার (২ মার্চ) থেকে কারখানার (নিটিং সেকশন) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত