শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
নেশার টাকার জন্য গাজীপুরের শ্রীপুরে মা-বাবাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন মাদকাসক্ত ছেলে। আজ রোববার শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে মাদকাসক্ত ছেলেকে নিরাময় কেন্দ্রে দিয়েছেন বাবা। এর আগেও কয়েকবার মারধর করেছেন ওই ছেলে।
ভুক্তভোগী মো. মতিউর রহমান (৪২) শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি একজন মুদিদোকানি। স্ত্রী কাজল রেখা (৩৮)। অভিযুক্ত মাদকাসক্ত ছেলের নাম হাবিবুল্লাহ শেখ সিয়াম (১৯)।
মতিউর রহমান বলেন, ‘কী বলব ছেলের কথা। এমন ছেলে যেন কোনো মা-বাবার ঘরে না জন্মে। দুদিন পরপর এসে বলে আমার টাকা লাগবে। আজ এসে বলে ১০ হাজার, কাল বলে ২০ হাজার টাকা। চাওয়ামাত্র টাকা না দিতে পারলে মারধর করে। আজ হঠাৎ করে এসে বলে ২২ হাজার টাকার খুবই দরকার, এখনই দিতে হবে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর সঙ্গে সঙ্গে মারধর শুরু করে। প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে এসে মারধর করতে চায়। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় তাকে আটক করে মাদক নিরাময় কেন্দ্রে দিই।’
কাজল রেখা বলেন, ‘আমি কেমন সন্তান পেটে ধরছি, শুধু আল্লাহ তাআলা ভালো জানেন। যে ধরনের ভাষা ব্যবহার করে। নিজের সন্তান কতবার মারছে মনে নেই। কোনো সন্তান তার মা-বাবাকে মারধর করতে পারে, সেটা শুধু আমার মতো মা বিশ্বাস করবে। এমন সন্তান যেন কারও ঘরে জন্ম না হয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেপ চক্রবর্তী বলেন, ‘আজ দুপুরের দিকে হাসপাতালে ভর্তি একজন রোগীর ছেলে হাসপাতালে এসে অস্বাভাবিক আচরণ করতে থাকে। মা-বাবাকে মারধর করতে চেষ্টা করে। এ সময় কয়েকজন মিলে তাকে ধরে মাদক নিরাময় কেন্দ্রের লোকদের হাতে তুলে দেন।’
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাবার অভিযোগে দুই দফা তদন্তে গিয়েছি। ছেলে খুবই খারাপ, সে কোনো কথা শুনতে চায় না।’
নেশার টাকার জন্য গাজীপুরের শ্রীপুরে মা-বাবাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন মাদকাসক্ত ছেলে। আজ রোববার শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে মাদকাসক্ত ছেলেকে নিরাময় কেন্দ্রে দিয়েছেন বাবা। এর আগেও কয়েকবার মারধর করেছেন ওই ছেলে।
ভুক্তভোগী মো. মতিউর রহমান (৪২) শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি একজন মুদিদোকানি। স্ত্রী কাজল রেখা (৩৮)। অভিযুক্ত মাদকাসক্ত ছেলের নাম হাবিবুল্লাহ শেখ সিয়াম (১৯)।
মতিউর রহমান বলেন, ‘কী বলব ছেলের কথা। এমন ছেলে যেন কোনো মা-বাবার ঘরে না জন্মে। দুদিন পরপর এসে বলে আমার টাকা লাগবে। আজ এসে বলে ১০ হাজার, কাল বলে ২০ হাজার টাকা। চাওয়ামাত্র টাকা না দিতে পারলে মারধর করে। আজ হঠাৎ করে এসে বলে ২২ হাজার টাকার খুবই দরকার, এখনই দিতে হবে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর সঙ্গে সঙ্গে মারধর শুরু করে। প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে এসে মারধর করতে চায়। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় তাকে আটক করে মাদক নিরাময় কেন্দ্রে দিই।’
কাজল রেখা বলেন, ‘আমি কেমন সন্তান পেটে ধরছি, শুধু আল্লাহ তাআলা ভালো জানেন। যে ধরনের ভাষা ব্যবহার করে। নিজের সন্তান কতবার মারছে মনে নেই। কোনো সন্তান তার মা-বাবাকে মারধর করতে পারে, সেটা শুধু আমার মতো মা বিশ্বাস করবে। এমন সন্তান যেন কারও ঘরে জন্ম না হয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেপ চক্রবর্তী বলেন, ‘আজ দুপুরের দিকে হাসপাতালে ভর্তি একজন রোগীর ছেলে হাসপাতালে এসে অস্বাভাবিক আচরণ করতে থাকে। মা-বাবাকে মারধর করতে চেষ্টা করে। এ সময় কয়েকজন মিলে তাকে ধরে মাদক নিরাময় কেন্দ্রের লোকদের হাতে তুলে দেন।’
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাবার অভিযোগে দুই দফা তদন্তে গিয়েছি। ছেলে খুবই খারাপ, সে কোনো কথা শুনতে চায় না।’
মানিকগঞ্জের সিঙ্গাইরে ‘মদ্যপ অবস্থায়’ থানায় ঢুকে পুলিশ সদস্যকে গালিগালাজ করার অভিযোগে গ্রেপ্তার যুবদলের সেই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
৩ মিনিট আগেভিডিওতে বলতে শোনা যায়, ‘বাঘারপাড়া উপজেলার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএনপি নেতা টি এস আইয়ুবের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন। বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা হচ্ছে—৫ আগস্টের পর থেকে বাঘারপাড়ার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখনো নিজ নিজ পরিষদে বসে নির্বিঘ্নে কাজ করছেন; যা টি এস আইয়ুবের...
৩০ মিনিট আগেনীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার আদালতে হাজির হতে এসে জনরোষের মুখে পড়েছেন। আজ রোববার (৬ এপ্রিল) দুপুরে নীলফামারী আদালতে ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এলে জনরোষের মুখে পড়েন তিনি। তাঁকে দেখে আদালত প্রাঙ্গণে কিছু মানুষ ভুয়া ভুয়া স্লোগান দেন।
৪৩ মিনিট আগেনাটোরের লালপুরে ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে তিনটি পরিবহনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে