হোম > সারা দেশ > ঢাকা

উপদেষ্টার আশ্বাসে ৮ দিন পর অবস্থান স্থগিত সাবেক ডাকসু নেত্রীর

ঢাবি সংবাদদাতা

৮ দিন ধরে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হল সংসদের সাবেক ভিপি (সহ-সভাপতি) শেখ তাসনিম আফরোজ ইমি। ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হল সংসদের সাবেক ভিপি (সহ-সভাপতি) শেখ তাসনিম আফরোজ ইমি। ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে গত ৮ দিন ধরে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন তিনি।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাসনিম আফরোজ ইমির অবস্থানের স্থানে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে সময় উল্লেখসহ তাঁর পাঁচ দফা দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা। এই আশ্বাসে ইমি অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

এ বিষয়ে শামছুন নাহার হলের সাবেক ভিপি বলেন, ‘আজকে (শনিবার) সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ শাহবাগে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি পরিদর্শন করেন এবং ৫ দফা দাবির প্রত্যেকটা সময় উল্লেখসহ বিশেষভাবে পূরণের আশ্বাস দেন। তাঁর প্রতি আস্থা রেখে আমি আপাতত আমার অবস্থান কর্মসূচি স্থগিত করেছি।’

শেখ তাসনিম আফরোজ ইমি গত ৮ মার্চ রাত সাড়ে ১০টা থেকে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ৫ দফা দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।

ইমির পাঁচ দফা দাবি হচ্ছে—ধর্ষণ ও বলাৎকারের বিচারের সম্পূর্ণ প্রক্রিয়া ১৮০ দিনের মধ্যে শেষ করে দ্রুত রায় কার্যকর করা, ৭২ ঘন্টার মধ্যে প্রতিটি থানায় নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন ও ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার প্রতিষ্ঠা, আইন সংশোধন করে ধর্ষণের শিকারের পরিচয় প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ওপর যে বিধিনিষেধ আছে তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমকে যুক্ত করা, ধর্ষণের শিকার ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া এবং পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষা, লিঙ্গ সমতা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করাসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য সরকারের উদ্যোগী ভূমিকা পালন করা।

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নরসিংদীতে এনজিও কার্যালয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

নরসিংদীতে নিখোঁজের এক দিন পর নারীর লাশ উদ্ধার

শেখ হাসিনা নির্বাচনকে তামাশায় পরিণত করেছেন: শামা ওবায়েদ

ডিবি পরিচয়ে নারায়ণগঞ্জে কোটি টাকা ছিনতাই, থানায় অভিযোগ

সুদের বিরুদ্ধে বয়ান নিয়ে উত্তেজনা, বিএনপি নেতাকে দুই দফা পেটালেন ছাত্রদল নেতা

হত্যা মামলায় উত্তরার আমির কমপ্লেক্সের সভাপতি সোবাহান গ্রেপ্তার

কবি নজরুল কলেজে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

‘ঘুষকে’ বৈধতা দিয়ে রেজল্যুশন: সভাপতি-সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

গণপরিবহনে যৌন হয়রানি রোধে বাসচালক ও হেলপারদের প্রশিক্ষণ