গাজীপুরের টঙ্গীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে বিকাশের এক এজেন্টকে থামিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনায় ছিনতাইকারীদের হামলায় মারধরে এজেন্টসহ দুজন আহত হয়েছেন বলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান।
এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন বিকাশ এজেন্ট সুমন মিয়া (৩৫)। তাঁর ভাতিজা আবিরও (১৫) আহত হয়েছেন।
সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন, দোকানে কাজ শেষে রাতে ভাতিজাকে নিয়ে স্টেশন রোডের বাসায় যাচ্ছিলেন তিনি। ওই এলাকার আবেদা মেমোরিয়াল হাসপাতালের গেটে পৌঁছানোমাত্র ডিবি লেখা একটি নোয়া গাড়ি তাঁদের কাছে এসে থামে। ৭-৮ জন গাড়ি থেকে নেমে তাঁদেরকে মারধর করে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। তাঁরা চিৎকার শুরু করলে তাঁদের কাছে থাকা ব্যাগভর্তি ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা চলে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের পর আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।