Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ডিবি পরিচয়ে বিকাশ এজেন্টকে থামিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে ডিবি পরিচয়ে বিকাশ এজেন্টকে থামিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের টঙ্গীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে বিকাশের এক এজেন্টকে থামিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। 

গতকাল সোমবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনায় ছিনতাইকারীদের হামলায় মারধরে এজেন্টসহ দুজন আহত হয়েছেন বলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান। 

এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন বিকাশ এজেন্ট সুমন মিয়া (৩৫)। তাঁর ভাতিজা আবিরও (১৫) আহত হয়েছেন।

সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন, দোকানে কাজ শেষে রাতে ভাতিজাকে নিয়ে স্টেশন রোডের বাসায় যাচ্ছিলেন তিনি। ওই এলাকার আবেদা মেমোরিয়াল হাসপাতালের গেটে পৌঁছানোমাত্র ডিবি লেখা একটি নোয়া গাড়ি তাঁদের কাছে এসে থামে। ৭-৮ জন গাড়ি থেকে নেমে তাঁদেরকে মারধর করে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। তাঁরা চিৎকার শুরু করলে তাঁদের কাছে থাকা ব্যাগভর্তি ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা চলে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের পর আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর পিএস গ্রেপ্তার