Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: আজকের পত্রিকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: আজকের পত্রিকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমনের উদ্দেশে আসা এক যাত্রীর ব্যাগ থেকে কৌশলে লুকিয়ে রাখা ২৫ লাখ ২৭ হাজার টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। তবে ওই যাত্রীকে আটক করা সম্ভব হয়নি। আজ বুধবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের চেক ইন রো-সি এলাকায় নিরাপত্তা তল্লাশিতে এসব মুদ্রা জব্দ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, বহির্গমনের উদ্দেশে বিমানবন্দরে আসেন এক যাত্রী। পরবর্তীতে তল্লাশির সময় তাঁর ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে দায়িত্বরত স্ক্যানার কর্পোর‍্যাল নাইমুর রহমান ওই যাত্রীর ব্যাগের ভেতর কাগজের মুদ্রার মতো কিছু দেখতে পান।

তিনি আরও বলেন, ব্যাগটি খোলা হলে ব্যাগের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৩৭০ ব্রিটিশ পাউন্ড এবং ১৭ হাজার ৯৫০ ইউরো মুদ্রা পাওয়া যায়। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫ লাখ ২৭ হাজার ৯৮২ টাকা। ব্যাগটি খোলার সময় বিমানবন্দরে দায়িত্বরত এএসএম, নিরাপত্তা কর্মকর্তা, এভসেক সদস্য, স্ক্যানার, কাস্টমস সদস্য এবং এয়ারলাইনস সদস্যের উপস্থিত ছিলেন।

কাউসার মাহমুদ বলেন, জব্দ করা অর্থ ঢাকা কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত