বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আজ বুধবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন কাওলা এলাকায় বেবিচকের কচুরিপানায় ভর্তি জলাশয়ে মশার প্রজননক্ষেত্র চিহ্নিত হওয়ায় মেয়র এই হুমকি দেন।
আতিকুল ইসলাম বলেন, ‘সিভিল অ্যাভিয়েশনের কাওলায় যে জায়গায় এসেছি, সবাই দেখেছি জলাশয় কচুরিপানায় ভর্তি। সেখানে মশার চাষ হচ্ছে। সিভিল অ্যাভিয়েশনের জায়গায় কচুরিপানা পাওয়া গেছে, অবশ্যই এখানে মামলা হবে। আমি ডিএনসিসির আঞ্চলিক কর্মকর্তাকে বলব যাতে মামলা করে। আমরা তো এর আগে মিল্ক ভিটা, রেলওয়ের বিরুদ্ধে মামলা করেছি। কেউ দায়িত্বে অবহেলা করলে তার জন্য শাস্তি পেতেই হবে। আমরা বারবার বলেও ব্যর্থ হচ্ছি। বারবার বলা শর্তেও কেউ কর্ণপাত করছে না।’
আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে ডিএনসিসির মেয়র বলেন, ‘আন্তমন্ত্রণালয় মিটিং হয়েছে। তাতে সিভিল অ্যাভিয়েশন, রাজউক, রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড অংশ নিয়েছে। মন্ত্রণালয়ের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, যার যার জায়গার কচুরিপানা নিজেরা পরিষ্কার করবে। সবাইকে দায়িত্ব পালন করতে হবে। সিভিল অ্যাভিয়েশনের জায়গা আপনারা নিজেরা পরিষ্কার করে দেন। সিভিল অ্যাভিয়েশন পরিষ্কার করতে না পারলে ওই জায়গা আমাদের দিয়ে দিক। আমরা পরিষ্কার করে নেব।’
আতিকুল ইসলাম আরও বলেন, ‘খাল তো আমরা পরিষ্কার করেছি। আগে কী অবস্থা ছিল আপনারা দেখেছেন। জায়গার দায়িত্ব না নিতে পারলে কাগজে রেজিস্ট্রি করে দেন। আমরা পরিচ্ছন্ন রাখব। যে জায়গায় বা জলাশয়ে কচুরিপানা নেই, সেখানে আমরা মশার ওষুধ স্প্রে করে দেব। কিন্তু যেখানে কচুরিপানা দিয়ে ভর্তি, সেখানে স্প্রে করব কীভাবে!’