Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে হাতেনাতে আটক ৫ ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে হাতেনাতে আটক ৫ ছিনতাইকারী

রাজধানীর ধানমন্ডি থানার মিরপুর রোড ও ৮ নম্বর সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময় পৃথক দুটি ঘটনায় পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দুই ঘটনায় ধানমন্ডি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

গতকাল রোববার স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আল আমিন, মো. রাকিব, মো. নাজমুল খান, মো. মাসুদ। তাদের প্রত্যেকের বয়স ১৮ বছর। এ ছাড়া অপর এক ঘটনায় মো. রিপন (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল। তিনি বলেন, ‘রোববার সন্ধ্যা ও মধ্যরাতে রাতে দুটি পৃথক ঘটনায় ছিনতাইয়ের চেষ্টাকালে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। দুই ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে মামলা করেছেন।’

তিনি আরও বলেন, ‘গতকাল রোববার মধ্যরাতে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা সময়ে হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। মিরপুর রোডে এক রিকশা যাত্রীকে কয়েকজন যুবক অস্ত্রের মুখে পকেটের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অস্ত্রের মুখে মোবাইল ছিনতাইয়ে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ও চাকু উদ্ধার করা হয়।’

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে