রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের রোজ মেরিনার্স নামের ছয়তলা মার্কেট-কাম-আবাসিক ভবনকে অগ্নি নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এনএসআইয়ের সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল রোজ মেরিনার্স মার্কেট পরিদর্শন করে।
এ সময় ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার, এনএসআইয়ের সদস্যরাসহ ওয়াসা, তিতাস গ্যাস ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের প্রতিনিধি ওয়্যারহাউস ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার বলেন, ভবনটিতে দুটি বেসমেন্ট রয়েছে, যার একটিতে দোকান বসানো হয়েছে। ভবনটির দুই তলা পর্যন্ত মার্কেট এবং তৃতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আবাসিক। ভবনটির মার্কেট অংশে ৫০০ দোকান আছে, যেখানে বিপুল মানুষের সমাগম হয় এবং আবাসিক অংশে ১৪০টি পরিবার বসবাস করে। ভবনটির বেসমেন্ট, মার্কেট ও আবাসিক অংশে অধিক অগ্নিঝুঁকি থাকার পরেও সেখানে অগ্নিনিরাপত্তার সন্তোষজনক ব্যবস্থা নেই। অগ্নিনিরাপত্তার দিক থেকে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
অধীর চন্দ্র হাওলাদার আরও বলেন, আইন অনুযায়ী অগ্নিনির্বাপণ ও অগ্নি নিরাপত্তামূলক ব্যবস্থা স্থাপনের মাধ্যমে অগ্নিঝুঁকি কমানো গেলে ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাবে।