রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন মেহেদি হাসান স্বপন। তাঁর স্বজনেরা জানান, তিনি বাংলাদেশ স্যানিটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন।
স্বপনের দুলাভাই মো. আবু তাহের বলেন, ‘আমার শ্যালক মেহেদি হাসান স্বপন এখনো নিখোঁজ। হাসপাতাল বা অন্য কোথাও তার খোঁজ মেলেনি। স্বপন যে দোকানে কাজ করত, সেই দোকানমালিক আব্দুল মোতালেব মিন্টু সম্পর্কে আমার ভাই। ১২ বছর ধরে স্বপন ওই দোকানে কাজ করত। দুর্ঘটনার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।’
স্বপনের দুই ছেলেমেয়ে ও তাঁর স্ত্রী অপেক্ষায় রয়েছে জানিয়ে আবু তাহের বলেন, স্বপনের ১০ বছরের এক ছেলে ও ৬ বছরের এক মেয়ে রয়েছে। তারা রামপুরায় থাকে। তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে দোকানের মালিকের বাসায় আছেন। তাঁর সন্ধান পেতে সেখানে অপেক্ষা করছে। ফায়ার সার্ভিস বলছে উদ্ধার অভিযান চলছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার সময় ওই দোকানে তাঁর সঙ্গে আশিক ও মির্জা নামে আরও দুজন কর্মচারী ছিলেন। তাঁরা গুরুতর আহত হয়ে শেখ হাসিনা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন।