Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

৪ গরু, ২ পিকআপসহ ৫ ডাকাত আটক

মাদারীপুর প্রতিনিধি

৪ গরু, ২ পিকআপসহ ৫ ডাকাত আটক

মাদারীপুরের কালকিনিতে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি গরুসহ দুটি পিকআপ জব্দ করা হয়। গত বুধবার গভীর রাতে উপজেলার মৌলভীবাজার থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বজরুশাহ গ্রামের সজিব সরদার (২৮), সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকার বেটুকরপার গ্রামের কামরুল ইসলাম (২৮), পিরোজপুরের মটবাড়ীয়া থানা এলাকার দানিসাপা গ্রামের মিজানুর রহমান (৩২), মানিকগঞ্জের সিংরাইল থানা এলাকার বাজিপাড়া গ্রামের মো. সাকিব (১৬) ও ঢাকার মিরপুর দারুসসালাম এলাকার ইমন (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট গোল চত্বরের পাশে একটি গরুর খামার করেন মুন্সিগঞ্জের রাব্বি ব্যাপারী। রাতে রাব্বির খামারে ডাকাত দল হানা দেয়। পরে ডাকাতেরা খামারে থাকা রাব্বি, আলভী ও রাতুলকে রশি দিয়ে বেঁধে ফেলে রাখে এবং চারটি গরু দুটি পিকআপে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রাব্বি পুলিশে খবর দেন। ওসি শামীম হোসেন মৌলভীবাজার থেকে তাঁদের আটক করেন।

এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন আরও বলেন, ডাকাত দলের ৫ জন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় দুটি পিকআপসহ চারটি গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলো খামার মালিককে ফেরত দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান