Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

এপ্রিল থেকে ঢাকার রাস্তায় বাস রাখা নিষিদ্ধ, দুই মেয়রের সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এপ্রিল থেকে ঢাকার রাস্তায় বাস রাখা নিষিদ্ধ, দুই মেয়রের সিদ্ধান্ত 

নতুন বছরের ১ এপ্রিল থেকে ঢাকা মহানগর এলাকার মধ্যে নির্ধারিত টার্মিনাল ছাড়া অন্য কোথাও বাস ও বাসের কাউন্টার রাখতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বুড়িগঙ্গা হলে রাজধানীর দুই সিটি করপোরেশনের ‘বাস রুট র‍্যাশনালাইজেশনের’ ২৫তম সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ডিএনসিসির মেয়র আতিকুল বলেন, ‘আজকে আমরা যখন নগর পরিবহনে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছি, তখন দেখছি বাসস্ট্যান্ডের সামনে সড়কে বাসগুলো বিশৃঙ্খলা অবস্থায় রেখে দেওয়া হচ্ছে। ১ এপ্রিল থেকে ঢাকার দুই সিটির বাসস্ট্যান্ডের ভেতরে বাস রাখতে হবে। রাস্তায় কোন ধরনের বাস রাখা যাবে না। কাউন্টারগুলোও থাকবে টার্মিনালের ভেতরে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আগামী ৩১ জানুয়ারি থেকে ১০০টি নতুন বাস নিয়ে ২৩ নম্বর রুটে যাত্রাপথ চালু হবে। আর এপ্রিল থেকে আর নতুন দুটি রুট চালুর পরিকল্পনা রয়েছে।’

সভা থেকে জানানো হয়, ২৩ নম্বর রুট ঘাটারচর থেকে মোহাম্মদপুর, শ্যামলি, দৈনিক বাংলা হয়ে কাচপুর পর্যন্ত চলবে। ২৪ নং রুট ঘাটারচর থেকে মিরপুর ১০ থেকে কালশি হয়ে আবদুল্লাহপুর যাবে। আর ২৫ নম্বর রুট ঘাটারচর থেকে মহাখালী হয়ে আবদুল্লাহপুর যাবে।

দিনে ১৪ হাজার যাত্রী নগর পরিবহনের সেবা নেয় জানিয়ে মেয়র তাপস বলেন, ‘যেসব রুটে নগর পরিবহন চলছে, সেখানে যাত্রীদের বেশ সাড়া পাচ্ছি। এখন দিনে প্রায় ১৪ হাজার যাত্রী নগর পরিবহন সেবা দিচ্ছে।’

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু