Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছিনতাইকারীকে আটক, গণপিটুনিতে নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছিনতাইকারীকে আটক, গণপিটুনিতে নিহত

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছিনতাই মামলার এক আসামিকে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় সাতটি ছিনতাই মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। 

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নিতাইগঞ্জের কাচারি গলি এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহতের নাম হাবিবুর রহমান হাবু (৩৫)। তিনি নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার মৃত শাহজাহানের ছেলে। 

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, হাবিবুর রহমান ওরফে হাবু শহরের চিহ্নিত ছিনতাইকারী। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে শহরবাসী। গত দুই-তিন দিন যাবৎ শহরের নিতাইগঞ্জ কাচারি গলি এলাকায় লোকজনকে মারধর করে তাদের সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিচ্ছিলেন হাবু ও তাঁর লোকজন। 

গতকাল বুধবার মধ্যরাতে আবার কাচারি গলি এলাকায় ঢুকে সাধারণ মানুষকে মারধর ও ছিনতাই শুরু করেন তিনি। এ সময় স্থানীয়রা মসজিদের মাইকে ‘ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দেয়। পরে এলাকাবাসী জড়ো হয়ে হাবুকে আটক করে পিটুনি দেয়। এ সময় হাবুর সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান। এদিকে পিটুনিতে হাবু নিহত হন। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাইকে ঘোষণা দিয়ে হাবিবুর রহমানকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘ওই ব্যক্তির বিরুদ্ধে সাতটি ছিনতাই মামলা রয়েছে। তবে গণপিটুনি দিয়ে হত্যার বিষয়ে তদন্ত করছে পুলিশ।’

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে