গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথড় বাজারে নামযজ্ঞ পরিচালনা মিটিং চলাকালে একদল সন্ত্রাসীর হামলায় উজানী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শ্যামল কান্তি বোসসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার রাহুথড় দ্বীননাথ সেবাশ্রমে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, অবসরপ্রাপ্ত ডাক্তার তপন মজুমদারসহ পাঁচজন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন শ্যামল কান্তি বোস জানান, বার্ষিক নামযজ্ঞ অনুষ্ঠানে দ্বীননাথ সেবাশ্রম প্রাঙ্গণে কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ও রাজপাট এবং মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের মোট ১৪টি গ্রামের তিন শতাধিক মানুষ উপস্থিত হন। মিটিং চলাকালে সন্ধ্যা ৬টার দিকে নির্বাচনে হেরে যাওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীনেশ মণ্ডল এবং তাঁর জামাই বিভিন্ন সন্ত্রাসী ও মাদক মামলার আসামি কমলেশ ঘোষের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় টুঙ্গিপাড়া ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজির (আইএইচটি) সহকারী পরিচালক (অব.) ডা. তপন মজুমদার, অজিতেষ বিশ্বাস, মিল্টন বিশ্বাস ও অজয় বিশ্বাসসহ অন্তত ১৫ জন আহত হন।
চেয়ারম্যান অভিযোগ করে বলেন, সম্প্রতি ইউপি নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ জন্য আইনের মাধ্যমেই এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ অস্বীকার করে দীনেশ মণ্ডল বলেন, নির্বাচনের পর থেকেই তিনি অসুস্থ এবং বাড়িতে অবস্থান করছেন। হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ঘটনা নিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
কাশিয়ানী থানার ওসি মাসুদ রায়হান বলেন, রাহুথড়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।