Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিসিএস ক্যাডার হতে চলে গেল ২০ বছর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিএস ক্যাডার হতে চলে গেল ২০ বছর

২০০০ সালে ২৩তম বিসিএসের (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারের প্রার্থী ছিলেন সুমনা সরকার। ওই বিসিএসের প্রিলিমিনারি, লিখিত এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায়ও উত্তীর্ণ হন তিনি। কিন্তু মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জটিলতার কারণে চূড়ান্ত মৌখিক পরীক্ষা থেকে বাদ দেওয়া হয় তাঁকে। এরপর আদালতে দীর্ঘ এক যুগের লড়াই শেষে বিসিএস ক্যাডার হলেন সুমনা সরকার।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২৩তম বিসিএসে (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন হিসেবে সুমনাকে নিয়োগের সুপারিশ করেছে। 

সুমনা সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এটা একটা বিজয়। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি দীর্ঘ সময় ধরে লড়াইয়ের শক্তিটা পেয়েছি।’

টাঙ্গাইলের মেয়ে সুমনা ২০০০ সালে গর্ভবতী অবস্থায় ২৩তম বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় অংশ নেন। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অমল কৃষ্ণ সরকারের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জটিলতার অভিযোগে পিএসসি সুমনার মৌখিক পরীক্ষা তখন নেয়নি। এরপর ২০০৯ সালে সুমনা এর প্রতিকার চেয়ে আদালতে রিট করেন। নানা ঘটনাপ্রবাহ শেষে গত বছরের ১৯ নভেম্বর পিএসসিকে সুমনার মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন আদালত। এ বছর ১৬ সেপ্টেম্বর তিনি সেই পরীক্ষায় অংশ নেন।

সুমনা বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। যে সন্তানকে পেটে নিয়ে তিনি বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা দিয়েছিলেন সেই সন্তানের বয়স এখন ২০ বছর। সুমনা জানান, তাঁর সন্তানও এখন ডাক্তারি পড়ছে। কয়েক বছর পর সেও বিসিএসে অংশ নেবে।

২০ বছর অপেক্ষার পর বিসিএস ক্যাডার হওয়ায় সুমনা এবং তাঁর পরিবারের প্রত্যেকেই খুব খুশি। কিন্তু এই খুশির সঙ্গে আছে একটা চাপা আক্ষেপও।

সুমনা বলেন, ‘আমার বিসিএস ক্যাডার হওয়ার খবরটা শুনে সবচেয়ে বেশি খুশি হতেন যিনি, সেই বাবাই এখন নেই। ২০১৮ সালে তাঁকে হারিয়েছি আমি। বিসিএস ক্যাডার হওয়ার এই বিজয়টা আমি আমার বীর মুক্তিযোদ্ধা বাবাকে উৎসর্গ করছি।’ 

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক অন্তত ১৫

পুলিশের বাধা উপেক্ষা করে নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রকাশ্যে মিছিল

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ তরুণ নিহত

নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মসূচি ঠেকাতে বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা

বিক্ষোভের ডাক নিষিদ্ধ হিযবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার