Ajker Patrika

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ তরুণ নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নিহত শাওন ও শিমুল। ছবি: সংগৃহীত
নিহত শাওন ও শিমুল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বন্দরের মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ মোর্শেদ।

নিহতরা হলেন বন্দরের মুরাদপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে আদিফ আহমেদ শিমুল (১৮) এবং একই এলাকার শেখ আজিজুর রহমানের ছেলে শেখ মোহাম্মদ শাওন (১৭)। আহত হয়েছেন তাঁদেরই বন্ধু ফাহিম খান।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগে ইউটার্ন ঘুরে চট্টগ্রামমুখী লেনে এলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে তাঁদের ২০০ মিটার সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে শাওন ও শিমুল মারা যান। আর ফাহিমকে ঢামেকে পাঠানো হয়েছে।

আহত ফাহিম খান জানান, তাঁরা অল্প কিছুদিন হলো মোটরসাইকেল চালানো শিখেছেন। গতকাল কিছুটা সাহস করে মহাসড়কে মোটরসাইকেল চালানো শুরু করেন। এরপরই রাতে দুর্ঘটনার শিকার হন।

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ‘রাত ৯টার দিকে একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আমরা ট্রাকটিকে জব্দ করেছি। তবে ট্রাকচালক ঘটনার পরেই পালিয়ে যান। লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত