Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

‘লেজুড়বৃত্তি করার জন্য জাতীয় পার্টি জোট করবে না’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

‘লেজুড়বৃত্তি করার জন্য জাতীয় পার্টি জোট করবে না’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির বলেছেন, ‘কোনো দলের লেজুড়বৃত্তি করার জন্য জাতীয় পার্টি আর জোট করবে না। জোট হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।’ 

আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জহিরুল ইসলাম জহির আরও বলেন, ‘জাতীয় পার্টি কোনো দলের ক্ষমতায় যাওয়ার আর সিঁড়ি হবে না। আওয়ামী লীগ ও বিএনপির শাসন আমল দেশের মানুষ দেখেছে। তাঁরা এখন পল্লিবন্ধু এরশাদের শাসনামল ফিরে পেতে চায়।’ 

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের পল্লিবন্ধু এরশাদের রাজনৈতিক দর্শন ও জনবন্ধু গোলাম কাদেরের সালাম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। 

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার, সদস্যসচিব মোজ্জামেল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি ছিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি খন্দকার সাহেদ আনোয়ার, সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ প্রমুখ। 

সভায় মির্জাপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়। আগামী সাত দিনের মধ্যে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্ত হয়। 

এ ছাড়া তিন মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের সম্মেলন করা হবে বলে জানান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার। সভায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু