Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে কিশোরকে কুপিয়ে খুন, আসামি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

তুরাগে কিশোরকে কুপিয়ে খুন, আসামি গ্রেপ্তার

রাজধানীর তুরাগের কলাবাগানে মো. রবিন (১৬) নামের এক কিশোরের সঙ্গে বাদল চন্দ্র দাস (৪০) নামের এক ব্যক্তির মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের একপর্যায়ে হাতাহাতি শুরু হলে বাদলের স্ত্রী-সন্তান এগিয়ে আসে। তখন বাদলের স্ত্রী-সন্তানকে ধাক্কা দেয় রবিন। এতে ক্ষিপ্ত হয়ে রবিনকে কুপিয়ে খুন করে বাদল।

গত ৩ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সেদিনই নিহত মো. রবিনের বাবা আব্দুর রব মিয়া তুরাগ থানায় মামলা করেন। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তুরাগের পাকুরিয়া এলাকা থেকে বাদলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি।

গ্রেপ্তার বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা পশ্চিম পাড়ার বীরেন্দ্র চন্দ্র দাস ও সন্ধ্যা রানী দাস দম্পতির ছেলে। 

স্থানীয় একাধিক সূত্র আজকের পত্রিকাকে জানায়, বাদল হিন্দু ধর্মাবলম্বী হলেও সে নিজের নাম আবদুল্লাহ বলে পরিচয় দিত। মুসলিম হিসেবে দিয়াবাড়ি বালুর মাঠ এলাকায় বসবাস করত। রবিনকে কুপিয়ে হত্যাকাণ্ডের পর পরই পালিয়ে যান তিনি। পরে এলাকার উত্তেজিত বাসিন্দারা বাদলের টিনশেড ঘরে ভাঙচুর চালায়। তখন তাঁর শ্বশুর বাড়ির লোকজন ওই বাসা থেকে মালামাল নিয়ে চলে যায়। 

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, দিয়াবাড়ি কলাবাগানে রবিন নামের এক যুবককে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় খুনি বাদল ওরফে আবদুল্লাহকে তুরাগের পাকুরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে ওসি মওদুত হাওলাদার বলেন, হত্যাকাণ্ডের দিন মাদক সেবনকে কেন্দ্র করে রবিন ও বাদলের সঙ্গে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। ওই সময় বাদলের স্ত্রী-সন্তান এগিয়ে এলে রবিন তাঁদের ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ায় উত্তেজিত হয়ে বাদল রবিনের বাম কানের নিচে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ