রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ। যা বিক্রি হয়েছে ৭০ হাজার টাকায়।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শহজাহান শেখ বলেন, ‘সকালে জেলে শওকত হালদার মাছটি দৌলতদিয়ার আনু খাঁর আড়তে নিয়ে আসেন। সেখানে ওজন দিয়ে দেখে মাছটি ২৮ কেজি। পরে উন্মুক্ত নিলামে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ২০০ টাকা কিনে নিই।’
সম্রাট শহজাহান শেখ আরও বলেন, ‘মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেওয়া হয়েছে।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা ও যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি। এ ছাড়া পানির গভীরতা বেশি থাকায় বড় বড় মাছ সেখানে বিচরণ করে। ফলে মাঝেমধ্যে জেলেদের জালে বড় বড় মাছ আটকা পড়ে।