Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে এক কিশোরীকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে রাজধানীর তুরাগ থেকে রুবেল হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা হক আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফারজানা হক বলেন, তুরাগের কামারপাড়ার চয়নী চারা এলাকা থেকে গতকাল শনিবার রাতে অপহরণকারীকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়। রুবেল হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া এলাকায়। 

সিনিয়র এএসপি ফারজানা হক বলেন, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ওই কিশোরীকে রুবেল তাঁর বান্ধবীর মাধ্যমে বাইরে নিয়ে আসেন। পরে সেখান থেকে অচেতন করে অপহরণ করেন। পরে কিশোরীর পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। কিন্তু কিশোরীর পরিবার টাকা দিতে রাজি না হলে রুবেল মেয়েটিকে হত্যার হুমকি দেন। সেই সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। পরে গত ২৬ জানুয়ারি কিশোরীর মা বাদী হয়ে তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। 

পরবর্তীকালে গোপন তথ্যের ভিত্তিতে তুরাগের কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান সিনিয়র এএসপি ফারজানা। 

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু