১০৮টি মূর্তিতে প্রদর্শিত হলো সনাতন ধর্মীয় মহাবতার ভগবান শ্রীরাম চন্দ্র ও তার স্ত্রী সীতা দেবীর জীবন কাহিনি ‘রামলীলা’। মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর চক বটতলায় এলাকার শ্রীশ্রী হরি কালী পূজা উপলক্ষে মন্দির কমিটি এ আয়োজন করে।
এ উপলক্ষে সোমবার শ্রীমদ্ভাগবত পাঠ ও মঙ্গলবার অষ্টকালীন লীলা কীর্তনেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিতাই চাঁদ তালুকদার (এফসিএ)। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবেদ হোসেন।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের প্রচার সম্পাদক হরিপদ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক চন্দ্র মণ্ডল, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, হরি কালী মন্দির কমিটির সভাপতি সুজিত চন্দ্র সরকার, সহসভাপতি বিমল চক্রবর্তী ফালান, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র বাড়ৈ প্রমুখ।