ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ২১ হাজার ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়। মারা গেছেন ৫৩৭ জন ও সুস্থ হয়েছেন ২১ হাজার ৭৮৬ জন।
ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, জেলায় পিসিআর ল্যাবে নমুনা টেস্ট ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েছেন ১৭৭ জন। তাঁদের মধ্যে ৪১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
সিভিল সার্জন আরও বলেন, আজ বুধবার পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছেন ২৩৮ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৫ জন। জেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের বিবেচনায় আক্রান্তের হার ২৩ দশমিক ১৬।
সারা বিশ্বব্যাপী করোনা আবারও বাড়তে শুরু করেছে, আমরা এর বাইরে না। এ জন্য আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।