Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৪

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৪

কুমিল্লায় কোরআন অবমাননার জেরে মাদারীপুরের কালকিনিতে তৌহিদী জনতার পুলিশের উপর হামলা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার দুপুরে ব্যাপক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, পৌর এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে গত শুক্রবার আসর নামাজ শেষে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ তৌহিদী জনতাকে মিছিলে সাম্প্রদায়িক উসকানিমূলক স্লোগান বন্ধের নির্দেশ দেয়। কিন্তু নির্দেশ উপেক্ষা করে তারা মিছিল চালিয়ে গেলে এক পর্যায় থানা-পুলিশ ফাঁকা গুলি ছোড়েন।

এ সময় তৌহিদী জনতা ও পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন থানার ওসি (তদন্ত) মো. নাসিরউদ্দিনসহ দুই পুলিশ সদস্য। পরে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসাপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানা-পুলিশ বাদী হয়ে অর্ধশতাধিক লোকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আজ শনিবার কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেলের নেতৃত্বে থানার এসআই হাসিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ জন হামলাকারীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাদ্দাম, রশিদ, মস্তফা ও রবিউল।

কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাত রাসেল জানান, পুলিশের কাজে বাঁধা প্রদান ও সংঘর্ষেও ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে