Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই বাবর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই বাবর গ্রেপ্তার

ফরিদপুরে বহুল আলোচিত ২ হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলায় চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানায় এসংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। এসংক্রান্ত বিস্তারিত সেখানে জানানো হবে।

খন্দকার মোহতেশাম হোসেন বাবর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহসভাপতি ছিলেন। এর আগে তিনি সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন।  

এই মামলার অপর আসামিরা হলেন শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন বরকত ও তাঁর ছোট ভাই ইমতিয়াজ হাসান রুবেল, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও মন্ত্রীর এপিএস এ এইচ এম ফুয়াদ, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, যুবলীগের নেতা আশিকুর রহমান ফারহান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, যুবলীগের নেতা কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম। 

প্রসঙ্গত, গত বছরের ৩ মার্চ ২ হাজার কোটি টাকা পাচার মামলায় বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস। 

৯৯৯-এ কল পেয়ে ভাটারায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চাই: ঢাবি অধ্যাপক

নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

সামিট গ্রুপের ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপার দেশত্যাগে নিষেধাজ্ঞা

শ্রীপুরে ২ শিশুকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

মাদারীপুরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩