রাজবাড়ীর পাংশায় প্রাইভেট কার ও তরমুজভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহাবুবুর রহমান (৩৬) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাংশার বাবুপাড়া ইউনিয়নের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন।
নিহত মাহাবুবুর রহমান সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন। তবে দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সংবাদ পেয়ে পাংশা মডেল থানা ও পাংশা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ হাইওয়ে থানার পুলিশ হেফাজতে নেয়।