Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পাংশায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

পাংশায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট কার ও তরমুজভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহাবুবুর রহমান (৩৬) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাংশার বাবুপাড়া ইউনিয়নের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন। 

নিহত মাহাবুবুর রহমান সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন। তবে দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকাপাংশা হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের আমতলা মোড়ে কুষ্টিয়াগামী তরমুজবাহী ট্রাকের সঙ্গে রাজবাড়ীমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার দুপাশে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন। এ সময় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ পেয়ে পাংশা মডেল থানা ও পাংশা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ হাইওয়ে থানার পুলিশ হেফাজতে নেয়। 

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক অন্তত ১৫

পুলিশের বাধা উপেক্ষা করে নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রকাশ্যে মিছিল

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ তরুণ নিহত

নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মসূচি ঠেকাতে বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা

বিক্ষোভের ডাক নিষিদ্ধ হিযবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার