Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় ইলিশের জালে ধরা পড়ল ১২ কেজির বোয়াল

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

পদ্মায় ইলিশের জালে ধরা পড়ল ১২ কেজির বোয়াল

মানিকগঞ্জের হরিরামপুরে ইলিশের জালে ধরা পড়েছে ১২ কেজির এক বোয়াল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হরিণাঘাট এলাকার পদ্মা নদীতে এক জেলের জালে বোয়াল মাছটি ধরা পড়ে।

হরিণা ঘাট এলাকার জেলেরা জানান, বুধবার সন্ধ্যায় চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রামের জেলে আলম মিয়া নদীতে মাছ শিকার করতে যান। আজ ভোর ৫টার দিকে হরিণা ট্রলারঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় বোয়াল মাছটি ইলিশ ধরার জালে আটকা পড়ে। মাছটি বিক্রির জন্য হরিণা ট্রলারঘাটে নিয়ে আসেন আলম। পাটগ্রামের আমির হোসেনসহ পাঁচজন কৃষক বোয়ালটি ১৫ হাজার টাকায় কিনে নেন।

পাটগ্রামের বাসিন্দা ও মৎস্য শিকারি আলম মিয়া বলেন, ‘হরিণা ঘাট থেকে একটু ভেতরে পদ্মায় আজ ভোর ৫টার দিকে ইলিশের জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে জাল নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে।’

মাছের ক্রেতা ও পাটগ্রামের কৃষক আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘১২ কেজির বোয়াল মাছটি সরাসরি জেলের কাছ থেকে ১৫ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছটি হরিণা ঘাটে পানিতে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা দেখতে ভিড় করে। আমিসহ পাঁচজন কৃষক ভাগ করে নিয়েছি।’

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম আজকের পত্রিকাকে বলেন, ‘হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ, রুই, কাতল মাছ ধরা পড়ে। আজ একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।’

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু