নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মেরুল বাড্ডায় একটি শ্রমিক ছাউনিতে আগুন লেগেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, বাড্ডার একটি শ্রমিক ছাউনিতে সন্ধ্যা ৭ টার দিকে আগুনের সংবাদ পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে যানজটের কারণে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আমরা পুলিশকেও জানিয়েছি বিষয়টা। আগুনের সুত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।