Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

৪৬টি সোনার বারসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিক ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪৬টি সোনার বারসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিক ৩ দিনের রিমান্ডে

প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের ৪৬টি সোনার বারসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের রিমান্ড মঞ্জুর করেন।

দুই চীনা নাগরিক হলেন লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। বিকেলে দুজনকে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসাইন সত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন।

আদালতে বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই মোজাফফর আলী বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। ফ্লাইটটি বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজে তল্লাশি চালান গোয়েন্দারা। এ সময় ফ্লাইটের ১৪ এ এবং ১৩ এফ আসনে থাকা যাত্রী লিউ ঝংগ্লিয়াং ও চেন জেংকের পরিচয় নিশ্চিত করা হয়। তল্লাশি করে তাঁদের কাঁধ ব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়।

স্ক্যানিং মেশিনে লাইটগুলো পরীক্ষা করে তাতে বিশেষ কায়দায় সোনার বার লুকিয়ে রাখার বিষয়টি ধরা পড়ে। চার্জার লাইট তিনটি ভেঙে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ করা এসব বারের বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারা ও শুল্ক আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান