টাঙ্গাইলের ঘাটাইলে গাড়িচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলের মোগলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার ভোরে মোগলপাড়ার রায়খালী সেতুর নিচে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী দোমড়ানো অটোরিকশা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।
অটোরিকশা থেকে উদ্ধারকৃত কাগজপত্র থেকে জানা যায়, নিহত ব্যক্তির নাম আব্দুস সামাদ (৪০)। তিনি সিএনজি অটোরিকশার চালক। তাঁর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈরে। বাবার নাম শহর আলী।
ঘাটাইল থানার উপপরিদর্শক মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অটোরিকশাকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তকরণের চেষ্টা চলছে।