Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

উত্তরা রণক্ষেত্র, বিক্ষোভকারীদের ওপর সাউন্ড গ্রেনেড–টিয়ার শেল নিক্ষেপ

উত্তরা প্রতিনিধি

উত্তরা রণক্ষেত্র, বিক্ষোভকারীদের ওপর সাউন্ড গ্রেনেড–টিয়ার শেল নিক্ষেপ

রাজধানীর উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টর মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। 

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। কর্মসূচি প্রতিরোধে আওয়ামী লীগ সমর্থকেরা উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেন। অন্যদিকে শিক্ষার্থীরা অবস্থান নেন মাইলস্টোন কলেজের সামনে। 

বিকেল সোয়া ৪টার পর আওয়ামী লীগ সমর্থকেরা শিক্ষার্থীদের ধাওয়া দেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে হেলমেট পরিহিত দুজন ব্যক্তির হাতে অস্ত্র দেখা যায়। একজনকে গুলি ছুড়তেও দেখা যায়। 

এদিকে পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা দাবি করেন, মার্চ ফর জাস্টিসের মিছিল শেষে যাওয়ার সময় উত্তরা জমজম টাওয়ার ১১ নম্বর সেক্টর এলাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (বিশেষ শাখা) একজন এসআইকে মারধর করেন আন্দোলনকারীরা। তাঁকে উদ্ধার করতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের এসআইকে উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। এখনো পাল্টাপাল্টি ধাওয়া চলছে। 

হেলমেট পরিহিত এক ব্যক্তিকে অস্ত্র হাতে দেখা যাচ্ছেপুলিশের গোয়েন্দা শাখার আরেক কর্মকর্তা বলেন, বর্তমানে ছাত্ররা ছত্রভঙ্গ অবস্থায় আছে। কিছুক্ষণ পর পর তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। 

হেলমেট পরিহিত আরেক ব্যক্তিকে গুলি ছুড়তে দেখা যাচ্ছেজমজম টাওয়ারের সামনের সড়কে অবস্থান নিয়েছে পুলিশ-আওয়ামী লীগ। অন্যদিকে সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে–ছিটিয়ে পড়েছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু