Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের শ্রীপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর এলাকার চেরাগ আলী মাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. মিঠুন (১৭) পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার চৌড়াপাড়া গ্রামের হারিছ ব্যাপারীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন বলেন, মোটরসাইকেলের গতি অনেক বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।  
শ্রীপুর থানার এসআই প্রদীপ কুমার বলেন, সকালে নিহত চালক মিঠুন তাঁর এক ভাইকে মাওনা চৌরাস্তায় বাসে উঠিয়ে দেন। এরপর বাড়ি ফেরার পথে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি

জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১১ দাবি নারী কমিটির

মা-বাবা ছিলেন কাজে, ঘরে পুড়ে মারা গেল ঘুমন্ত শিশু

অধ্যাপক আরেফিন সিদ্দিককে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য