Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক ও মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁরা সবাই ঢাকার ‘বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটির’ শিক্ষার্থী। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর থানার ভাঙ্গা প্রেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক পলক (২৩)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামের মনিনুল হকের ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার থাকতেন।

তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক রিয়াদ ফকির জানান, যাত্রাবাড়ীর ডেমরা রোড ভাঙ্গা প্রেস এলাকায় মোটরসাইকেলসহ তাঁদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন। 

রিয়াদ আরও বলেন, ‘আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, একটি বাস তাঁদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়ে চলে গেছে।’ 

এ ঘটনায় আহত জুয়েল রানা জানান, তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। আর পলক থাকেন কেরানীগঞ্জের জিনজিরা এলাকায়। তাঁরা মুগদা বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতে বিবিএ এর প্রথম বর্ষের ছাত্র। সকালে পলকের মোটরসাইকেলে করে তাঁরা তিনজন সহপাঠী ভার্সিটিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন। 

এদিকে আহত আরেক জনের নাম পরিচয় জানা যায়নি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহতের খবর পাওয়া গেছে। বাসটি শনাক্ত করা যায়নি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’ 

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে