রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত (২২) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর মিল ব্যারাক পুলিশ লাইনের ঘাটের কাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, বুড়িগঙ্গা নদীর মিল ব্যারাক এলাকায় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নৌ-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
উপপরিদর্শক আরও জানান, ওই যুবকের পরনে ছিল জিনস প্যান্ট ও নীল রঙের টিশার্ট। প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার চেষ্টা চলছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।