Ajker Patrika

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৪: ৫৬
হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা ১টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। বেলা পৌনে ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, রাজধানীর হাতিরঝিলে ওভারপাসে ওঠার মুখে চলন্ত একটি মাইক্রোবাসে আগুন লাগে। দুপুর ১২টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের গাড়ি বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌছায়। বেলা পৌনে ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের গাড়ি পুলিশ প্লাজার সামনে যানজটের কারণে আটকা পড়ে। যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসকে বেগ পোহাতে হয়েছে। পরে পুলিশকে সহযোগিতার জন্য খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আগুন লাগে। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

বড় হুংকার ছেড়ে হঠাৎ চুপসে গেলেন ট্রাম্প, পিছু হটলেন শুল্কযুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত