Ajker Patrika

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত
সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরে ইমরানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. ছায়েদুর রহমান। আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন।

ইমরানের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ মিয়া আলম, নজরুল ইসলাম প্রমুখ। তাঁরা আদালতকে বলেন, মানি লন্ডারিং আইনে যে মামলা করা হয়েছে, তা ভিত্তিহীন। প্রকৃতপক্ষে কোনো অর্থ পাচার হয়নি। এ ছাড়া এই মামলা সিআইডি করতে পারে না। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা শেষে আদেশ দেবেন বলে জানান। পরে জামিনের আবেদন নামঞ্জুর করে ইমরানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছর কোরবানির ঈদের সময় ইমরানের খামারে ১৫ লাখ টাকা দামের ‘বংশীয়’ ছাগল নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়। গতকাল সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। অর্থ পাচারের ওই মামলায় ইমরান ছাড়া অন্য আসামিরা হলেন তৌহিদুল আলম জেনিথ ও সাদিক অ্যাগ্রো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত