বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে করা ১২ মামলার আসামি ও উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার নিজ বাসা থেকে আজ শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলন হত্যার অভিযোগে উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
তালেবুর আরও বলেন, ‘ওই আন্দোলনে উত্তরা এলাকায় দমন-পীড়নে সে জোরালো ভূমিকা পালক করেছিল। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি হত্যা মামলা রয়েছে।’
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া মনোয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল শনিবার ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।