Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের সন্ধানে ডিবি কার্যালয়ে বাবা-মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের সন্ধানে ডিবি কার্যালয়ে বাবা-মা

রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের কার্যালয়ের সামনে অপেক্ষায় থেকেও ছেলের কোনো সন্ধান পাননি ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মাহতাবের বাবা-মা। তাঁরা অনেকবার ডিবি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানিয়েছেন। 

আজ রোববার দুপুরে ডিবি কার্যালয়ে আসিফ মাহতাবের বাবা শাহাবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কী কারণে ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে আনা হয়েছে, সেটি আমরা জানি না। আমরা ছেলের খোঁজ নিতে মিন্টো রোডে এসেছি। কিন্তু এখানে কেউ কথা বলছেন না। ভেতর থেকে জানানো হচ্ছে, আমরা আনলে তো ফোন করে জানাতাম। এই অবস্থায় আমরা শঙ্কায় আছি। আমরা আসলে আসিফ মাহতাবের খোঁজ চাই। আসলে সে কেমন আছে? জীবিত আছে কি না?’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। 

গতকাল শনিবার রাত ১টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১০/এ সড়কের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয় আসিফ মাহতাব উৎসকে। সকালেই বাবা ও মা আসেন মিন্টো রোডে। 
 
মাহাতাবকে তুলে নেওয়ার বর্ণনা দিয়ে বাবা শাহাবুর রহমান বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ করে বাসায় নক করেছে। আমার ছেলেই দরজা খুলে দিয়েছে। বাসায় ঢুকে ছেলেকে বলে আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। বলা হয়, কেউ নড়াচড়া করবেন না। সবার গায়েই পুলিশের পোশাক ছিল। কেন নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয়, ওকে (আসিফ) জিজ্ঞেস করেন। কোনো কারণ বলেনি। আনার পর কোনো সন্ধানও দিচ্ছে না। তুলে নিয়ে আসার পর ডিবি অফিস থেকে আমাদের কোনো কিছুই জানানো হয়নি।’ 

মা সালমা জাহান বলেন, ‘ভয়ে আছি। দেশের পরিস্থিতিতে বুঝতেছি অনেককেই তুলে আনা হচ্ছে। কিন্তু আমার ছেলে তো রাজনীতি করে না। তাঁকে তুলে আনার সুনির্দিষ্ট কারণ তো আমাদের জানাতে হবে। সেটা জানানো হয়নি। এখন ডিবি অফিস থেকে কোনো সাড়া নেই। ছেলেকে নিয়ে উৎকণ্ঠায় আছি।’ 

এদিকে আটকের চার ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন আসিফ মাহতাব। সে কারণে তিনি আটক হতে পারেন বলে ধারণা বোন নাফিসার।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে