Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

নরসিংদীর রায়পুরায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রমজান মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টায় পৌর শহরের রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের সামনে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান রায়পুরা পৌর এলাকার মেথিকান্দা গ্রামের মামুন মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে শিশুটিকে সঙ্গে নিয়ে মা শ্রীরামপুর রেলগেট এলাকায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাজিদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের সামনে পৌঁছান। এ সময় মা রাস্তা পার হয়ে ওপর পাশে চলে গেলেও শিশুটি ওই পাশেই থেকে যায়। শিশুটি রাস্তা পার হতে গেলে অটোরিকশা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয় উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

নিহত শিশুটির মা ঝর্ণা বেগম জানান, রমজান রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় সে রাস্তায় ছিটকে পড়ে মাথাসহ হাত ও পায়ে আঘাত পায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে মারা যায়। 
 
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি জানেন না।

বিক্ষোভের ডাক হিজবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি