Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণায় দিনব্যাপী কর্মবিরতি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণায় দিনব্যাপী কর্মবিরতি

শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ায় গাজীপুরের টঙ্গীতে দিনব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর বিসিক এলাকার বেলীসিমা অ্যাপারেলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। 

কারখানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিভিন্ন পদে থাকা আট শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ। এরপর কারফিউ জারি হলে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়। আজ বুধবার কারখানা খোলার ঘোষণা পেয়ে কাজে যোগ দেন কারখানাটির ৫ শতাধিক শ্রমিক। পরে সকাল ৯টার দিকে ওই আট শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণার প্রতিবাদে কারখানা প্রধান ফটকে অবস্থান বিক্ষুব্ধ শ্রমিকেরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের কারখানার ভেতরে অবস্থান নিতে অনুরোধ জানায়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ফিরে এসে দিনভর কর্মবিরতি পালন করে। পরে শ্রমিকেরা বিকেল ৫টার দিকে কারখানা ছেড়ে চলে যায়। 

তবে এ ঘটনায় বেলীসিমা অ্যাপারেলস লিমিটেড কারখানার কোনো কর্মকর্তা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। 

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, কয়েকটি অভিযোগ এনে কারখানা কর্তৃপক্ষ ওই আটজন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। এতে অন্যান্য শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু