গোপালগঞ্জের কোটালীপাড়ায় আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণেশ হালদার (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে উপজেলার রামশীল বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গণেশ হালদার উপজেলার রামশীল গ্রামের মৃত ব্রজেন্দ্রনাথ হালদারের ছেলে।
জানা যায়, গত বুধবার রাতে ধর্ষণচেষ্টার শিকার ওই শিশুকে নিয়ে গণেশ হালদার বাড়ির পাশে একটি বৈষ্ণব সভায় যায়। সভা থেকে ওই শিশুকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকার দিলে গণেশ হালদার তাকে ছেড়ে দেয়। এ বিষয়ে গতকাল শনিবার শিশুটির বাবা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করলে গণেশ হালদারকে গ্রেপ্তার করে পুলিশ।
শিশুটির বাবা বলেন, ‘আমি বাড়িতে না থাকার কারণে অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে। এ ঘটনার সঠিক বিচারের দাবি করছি।’
ভাঙ্গারহাট নৌ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জামাল মিয়া বলেন, ধর্ষণচেষ্টার শিকার ওই শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে গণেশ হালদারকে গ্রেপ্তার করা হয়েছে।