বিশেষ ব্যবস্থাপনায় এবার পরিবহনশ্রমিকদের টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মহাখালী বাস টার্মিনালে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। তালিকা অনুযায়ী আজ ১০০ জন পরিবহনশ্রমিককে টিকা দেওয়া হবে বলে জানা গেছে।
আজ বুধবার সকালে মহাখালী বাস টার্মিনালে এই টিকা কার্যক্রম শুরু করেন বিআরটিএ ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। রাজু হাওলাদার নামের এক পরিবহনশ্রমিককে টিকা দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এদিকে টিকা কার্যক্রম শুরুর আগেই মহাখালী বাস টার্মিনালে পরিবহনশ্রমিকেরা টিকা নেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। টিকার আওতায় এসে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।
টিকা কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সিতাংশু শেখর বিশ্বাস বলেন, মন্ত্রিপরিষদের বিধিনিষেধের নির্দেশনায় বলা হয়েছে, পরিবহনশ্রমিকদের বাধ্যতামূলকভাবে করোনা টিকার সনদ থাকতে হবে। সেই নির্দেশনা পরিপালনের উদ্দেশ্যে আজ থেকে পরিবহনশ্রমিকদের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে। পর্যায়ক্রমে সব পরিবহনশ্রমিককে টিকার আওতায় আনা হবে।