নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাগাদী এলাকায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরও দুজন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক মহসিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার কাজহরদী গ্রামে ১০-১২ জন ডাকাতের একটি দল ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় গ্রামবাসীরা মাইকে ঘোষণা দিয়ে ধাওয়া করলে ডাকাত সদস্যরা পালিয়ে বাগাদী গ্রামের দিকে যায়। ওই গ্রামের লোকজন চারদিক থেকে ঘিরে ফেলে বাঘাদি বিলে ফেলে গণপিটুনি দিলে দুজন নিহত এবং দুজন মারাত্মকভাবে আহত হয়।
পুলিশ পরিদর্শক মহসিন মিয়া আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে এবং আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।