Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভের কারণে যানবাহনের দীর্ঘ জট। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি নিট কারখানার শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা-সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

এদিকে অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকে। যানজটে আটকে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, কামরাঙ্গীচালা এলাকার ‘হ্যাগ নিট ওয়্যার’ কারখানাটিতে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। তা ছাড়া শ্রমিকেরা ঈদ বোনাসও পাননি। এ কারণে শ্রমিকেরা গত কয়েক দিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সাড়া দেয়নি।

তাঁরা আরও জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে গিয়ে দেখেন ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শনে আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা

ইটভাটার পাশে মিলল ‘মাদক কারবারির’ লাশ

যমুনা সেতুতে ৭ দিনে আড়াই লাখ যানবাহন পারাপার, টোল আদায় ১৭ কোটি টাকা

লক্ষাধিক মানুষের অংশগ্রহণে ডিএনসিসির ঈদ আনন্দমিছিল ও জামাত অনুষ্ঠিত

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

গণ-অভ্যুত্থানে নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ আলম

টাঙ্গাইলে সংঘর্ষ এড়াতে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

টঙ্গিবাড়ীতে ঈদের দিন ১০ টাকায় গরুর মাংস বিক্রি

শোলাকিয়ায় ১৯৮তম ঈদুল ফিতরের জামাত, অংশ নিলেন দেশ-বিদেশের ৬ লাখ মুসল্লি

ঢাকায় মুঘল আমলের আদলে ঈদ আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল