Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

যমুনা নদীতে নৌভ্রমণে গিয়ে যুবক নিখোঁজ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

যমুনা নদীতে নৌভ্রমণে গিয়ে যুবক নিখোঁজ

টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদের আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম শাপলা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে যমুনা নদীর ভদ্রশিমুল অংশ থেকে ওই যুবক নিখোঁজ হন। 

নিখোঁজ ব্যক্তি হলেন ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে শরিফ। 

ইউপি চেয়ারম্যান শাহ আলম আরও জানান, ঈদের পরদিন শরিফ ও তাঁর বন্ধুরা মিলে ঈদ আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হন। পরে রাত ৮টার দিকে তাঁরা ভদ্রশিমুল এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় গোসল শেষে সবাই নৌকায় উঠে এলেও শরীফ নৌকায় উঠতে পারেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, উপজেলার গাবসারা ইউনিয়নে শরিফ নামের এক যুবক ও তাঁর বন্ধুরা মিলে নৌকা নিয়ে পিকনিকে যান। ফেরার পথে ভদ্রশিমুল এলাকায় তাঁরা সবাই মিলে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই নৌকায় উঠে এলেও শরিফ নিখোঁজ হন। স্থানীয় লোকজন ও ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে