টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদের আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম শাপলা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে যমুনা নদীর ভদ্রশিমুল অংশ থেকে ওই যুবক নিখোঁজ হন।
নিখোঁজ ব্যক্তি হলেন ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে শরিফ।
ইউপি চেয়ারম্যান শাহ আলম আরও জানান, ঈদের পরদিন শরিফ ও তাঁর বন্ধুরা মিলে ঈদ আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হন। পরে রাত ৮টার দিকে তাঁরা ভদ্রশিমুল এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় গোসল শেষে সবাই নৌকায় উঠে এলেও শরীফ নৌকায় উঠতে পারেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, উপজেলার গাবসারা ইউনিয়নে শরিফ নামের এক যুবক ও তাঁর বন্ধুরা মিলে নৌকা নিয়ে পিকনিকে যান। ফেরার পথে ভদ্রশিমুল এলাকায় তাঁরা সবাই মিলে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই নৌকায় উঠে এলেও শরিফ নিখোঁজ হন। স্থানীয় লোকজন ও ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।