Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মজিদ মাওলানা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মজিদ মাওলানা গ্রেপ্তার

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বুধবার তাঁকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। 

আরিফ মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’ 

র‍্যাব সূত্রে জানা যায়, মজিদ মাওলানাসহ নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাত আসামির বিরুদ্ধে ১৯৭১ সালের ২১ আগস্ট বেলা একটায় রাজাকার বাহিনী নিয়ে বাড়হা গ্রামের আব্দুল খালেককে গুলি করে হত্যার পর কংস নদে মরদেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগে মামলা হয় ২০১৩ সালে। শহীদ আব্দুল খালেকের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল কাদির মামলাটি করেন। 

এ ছাড়া মজিদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ ছিল। আটজন নিরীহ মানুষকে অপহরণের পর হত্যা, তিনটি বাড়ির মালামাল লুট, আটটি ঘরে অগ্নিসংযোগ ও একজনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। 

মজিদ মাওলানা মুক্তিযুদ্ধের সময় নেজামে ইসলামের নেতা হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন। পরবর্তী সময় তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত হন। 

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান